
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার হোটেল সিটি ইন-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান। এবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রতিপাদ্য ছিল ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’।
প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কাস্টমস শুধু রাজস্ব আহরণেই সীমাবদ্ধ নয়; বরং বাণিজ্য সহজীকরণ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আইন অনুযায়ী কর প্রদান অত্যন্ত জরুরি। কাস্টমস প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে একটি স্বচ্ছ, শক্তিশালী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীদের আস্থা ধরে রাখতে কাস্টমস কর্মকর্তাদের নৈতিকতা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের বাংলাদেশ কাস্টমসের প্রচলিত নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং খুলনা কর অঞ্চলের কর কমিশনার মোহা. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস। প্রবন্ধের ওপর আলোচনা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মানস কুমার বর্মন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর সবুর, মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য বক্তারা। আঞ্চলিক কমিটি খুলনা-মোংলা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সংগৃহীত মোট কর-রাজস্বের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। এর মধ্যে কাস্টমস থেকে আদায় হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের প্রায় ২৭ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের কর-রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কাস্টমসের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা।
বক্তারা আরও জানান, বর্তমানে দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ৮৯ শতাংশ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হয়। আমদানি ও রপ্তানি কার্যক্রমে প্রতিদিন গড়ে ১৭ হাজারের বেশি বিল অব এন্ট্রি কাস্টমসে দাখিল ও নিষ্পত্তি হয়ে থাকে।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সি অ্যান্ড এফ এজেন্ট, শিপিং এজেন্ট এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
