বুধবার, ডিসেম্বর ৩

নিলফামারী জেলা আমীরের মা-এর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের নিলফামারী জেলা আমীর মাওলানা আহমদ আলী শাহ সাহেবের মা গতরাত ৩:৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। আজ বাদ জোহর স্থানীয় মসজিদ ময়দানে মরহুমার জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

নেতৃদ্বয় বলেন, ইসলামী ঐক্য আন্দোলনের নিবেদিতপ্রাণ নেতা, নিলফামারী জেলা আমীর মাওলানা আহমদ আলী শাহ-এর গর্ভধারিণী মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

নেতৃদ্বয় আরো বলেন, মরহুমা সারাজীবন তাঁর সন্তানদের উৎসাহ যুগিয়ে আন্দোলনের কাজে সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সারা জীবনের ভালো কাজগুলো কবুল করে জান্নাতে উঁচু মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *