শুক্রবার, নভেম্বর ১৪

নিখোঁজের ৭০ ঘণ্টা পর উদ্ধার সন্ধানী ক্লিনিক কর্মকর্তার মরদেহ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

অবশেষে রূপসা নদী থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ শেখ মহিদুল হক মিঠুর (৪৫) মরদেহ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রূপসা রেলসেতু সংলগ্ন পাওয়ার প্লান্টের (জাবুসা) সামনে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ নভেম্বর (রবিবার) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা খেলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। ওই সময় তিনি পেশাগত দায়িত্ব শেষ করে রূপসা উপজেলার তালিমপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। একই ঘটনায় আরও এক নারী নিখোঁজ হন বলে জানা গেছে।

নিখোঁজের প্রায় ৭০ ঘণ্টা পর মিঠুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠু খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের এডমিন অফিসার পদে কর্মরত ছিলেন। তার সহকর্মী এস এম সোহরাব হোসেন বলেন, “মিঠু ভাই প্রতিদিনের মতো অফিস শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু সেই রাতে আর ফিরলেন না—আজ তার নিথর দেহ ফিরে এল নদী থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *