শনিবার, এপ্রিল ১৯

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিতে মোঃ গোলাম রসুল রাজাকে আহ্বায়ক ও মোঃ মোখলেছুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা বিএনপির পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোঃ গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল আলম সফি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (সরকার), যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক মোঃ একেএম তানজীমুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক দুদু, যুগ্ম আহ্বায়ক মোঃ নজির হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুর মোহাম্মদ আল আমিন।

সদস্য সচিব: মোঃ মোখলেছুর রহমান।

সদস্য হিসেবে আছেন মোঃ নুরনবী দুলাল, মোঃ রফিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ মাহফুজার রহমান সিদ্দিকী, মোঃ আঃ সালাম (বিএসসি), এসএম জাহাঙ্গীর বাদশা (টুটুল), মোঃ নূরল আমিন সিদ্দিকী (নেওয়াশী), মোঃ ইব্রাহীম হোসেন, জাহিদুল ইসলাম খান, আজিজুল হক (ভিতরবন্দ)।

উল্লেখ্য, এই কমিটি অনুমোদন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটির মাধ্যমে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।

দলীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *