
|| জাহিদ খান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত দোয়া ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, নাগেশ্বরী পৌর যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন মাষ্টার। এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. জাহিদুল ইসলাম খান।
বক্তারা তাদের বক্তব্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে স্থানীয় রাজনীতির বিভাজন ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা ধানের শীষ প্রতীককে প্রতিষ্ঠিত করতে নেতাকর্মীদের একযোগে কাজ করার তাগিদ দেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।