
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
অদ্য বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্প্রীতি সমাবেশ।
সমাবেশের প্রতিপাদ্য ছিল— “ধানের শীষের বিজয়ের পতাকা তলে এসো, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র ও দেশ মানুষের অধিকারের জন্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের মনোনয়ন প্রত্যাশী তরুণ ড্যাব নেতা, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সরকার, মো. মোজাম্মেল হক দুদু, মো. নাজির হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম আলী, মো. জাহাঙ্গীর বাদশা টুটুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রভাষক ফরহাদ হোসেনসহ কেদার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
প্রধান অতিথি ডা. ইউনুছ আলী বলেন, “বাংলাদেশ অতিসম্প্রতি এমন এক সময় পার করছে, যখন গণতন্ত্র কেবল বইয়ের পাতায় ছিলো মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা— সবকিছু যেন কুক্ষিগত হয়ে ছিলো।আজকের এই সম্প্রীতি সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে এক করা— ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে এক পতাকার নিচে দাঁড় করানো।
কারণ বিএনপি বিশ্বাস করে— গণতন্ত্রই সম্প্রীতির আসল ভিত্তি, আর মানুষের অধিকারই আমাদের রাজনীতির প্রাণ।”
তিনি আরও বলেন, “ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি মানুষের অধিকারের প্রতীক। আমরা চাই, নাগেশ্বরী-ভূরুঙ্গামারীসহ সারাদেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাক।”
প্রধান বক্তা আলহাজ্ব শফিউল আলম শফি বলেন,আমাদের রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, প্রতিশোধ নয়।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষই আমাদের সম্পদ, আমাদের শক্তি।আজকের এই সম্প্রীতি সমাবেশ সেই মানবিক রাজনীতিরই প্রতিফলন।”
সভাপতি মো. মিজানুর রহমান বলেন, বিএনপি কখনো ভয় পায়নি ধর্ম বর্ণ নির্বিশেষে গণ মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের আরেক নাম বিএনপি।
আমরা ঐক্যবদ্ধ থাকলে, অন্যায়ের দেয়াল একদিন ভেঙে পড়বেই। উচ্চ মহল যদি ডা: ইউনুছকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেন, তবে আমরা তাকে নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগীতা করবো।
সমাবেশ শুরু হওয়ার আগেই কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় জমে যায়। চারপাশে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ— “গণতন্ত্র ফিরিয়ে দাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও!”।
তরুণ-যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃদ্ধ কৃষক থেকে শুরু করে কলেজ পড়ুয়া শিক্ষার্থী— সবাই এক কণ্ঠে বলছিলেন, “আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।”
সমাবেশে অংশ নেয়া যুবদল নেতা প্রভাষক মোহাম্মদ আলী বলেন, “এই সমাবেশে শুধু রাজনীতি নয়, একটা মানবিক বার্তা আছে।
ধর্ম-বর্ণের পার্থক্য ভুলে আমরা সবাই নাগরিক হিসেবে অধিকার চাই।আজকের সমাবেশ সেই চেতনার প্রতিধ্বনি।”
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
বক্তারা সবাই আহ্বান জানান—
গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার রক্ষা এবং সম্প্রীতিময় বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার।
“ধানের শীষের বিজয়ের পতাকা তলে আসুন
ধর্ম-বর্ণ ভুলে এক হয়ে যাই,
মানুষ ও দেশের অধিকারের জন্য লড়ি।”