বুধবার, জানুয়ারি ২৮

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনির পক্ষে বুধবার (২৮জানুয়ারি) নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)। জনসভায় ঘিরে বিশাল জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। দুধকুমার নদের উপর একটি সেতু এবং সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মাঝামাঝি একটি ৩০শষ‍্যার হাসপাতাল করার আশ্বাস দেন তিনি। এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বলেন, যে নীতি ও আদর্শের মাধ্যমে গত ৫২/৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে এবং তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখো মানুষ জীবন দিলেও এর বিনিময়ে দেশ আজ দুর্নীতিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে।

‎তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সে সুযোগ কাজে লাগানোর পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই জানিয়েছে, তারা ইসলামি শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না বরং প্রচলিত ব্যবস্থাতেই রাষ্ট্র চালাবে। যদি তাই হয়, তাহলে এতো আত্মত্যাগের প্রয়োজন ছিল কেন?

‎পীর সাহেব চরমোনাই আবেগঘন কণ্ঠে বলেন, আবু সাইদ বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চেয়েছিল? মুগ্ধ কেন ‘পানি পানি’ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েছিল? তারা কেউই প্রচলিত ব্যবস্থায় দেশ চালানোর জন্য জীবন উৎসর্গ করেনি।এ সময় তিনি ইসলামের পক্ষে একমাত্র শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

‎জনসভায় সভাপতিত্ব করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *