বুধবার, ডিসেম্বর ৩১

নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা ফোটানো পরিহারের আহ্বান সরকারের

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

ইংরেজি নতুন বছর ২০২৬ সালকে বরণ করার প্রস্তুতি চলছে দেশজুড়ে। তবে থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ উদযাপনে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসব উদযাপনের নামে আতশবাজি ও পটকা ফোটানোর ফলে মারাত্মক বায়ুদূষণ ও শব্দদূষণ সৃষ্টি হয়। এছাড়া ফানুস ওড়ানোর ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং আতশবাজির বিকট শব্দে পাখির মৃত্যুসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এসব ঝুঁকি ও দূষণ বিবেচনায় নিয়ে জনস্বার্থ রক্ষায় এই ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আজ বুধবার দিবাগত রাত ১২টা বাজলেই শুরু হবে নতুন বছর ২০২৬ সাল। বিশ্বজুড়ে এই দিনটি পালনের প্রস্তুতি থাকলেও বাংলাদেশে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এই সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *