বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

নওগাঁর বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||

আজ ৫৫তম মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের চিরস্মরণীয় বীরত্বগাঁথা ভক্তি ভরে স্মরণের দিন আজ।

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের পর পরই উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনির সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তর  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানগুলোও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলসহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনগুলো। 

আরও পুষ্পস্তবক অর্পণ করেন বদলগাছী থানা পুলিশ, আনসার-ভিডিপি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

পরিশেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মাঠ সংলগ্ন চত্ত্বরে বিজয় মেলা এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *