
|| লিটন হোসেন | ববদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||
মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার হয়েছেন। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে, গত ২৭-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর ২:৩০ ঘটিকায় বদলগাছী ধানাধীন তালতলি গ্রামে জনৈক সুমনের পরিত্যক্ত ইটভাটার ভেতরে গাঁজা বিক্রির জন্য অবস্থানকারী আসামি মিজু আহমেদ (২৮), পিতা: আইজুল, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
একই দিনে মাদকবিরোধী অপর একটি অভিযানে, বিকেল ৪:৩০ ঘটিকায় বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রাম এলাকা থেকে আসামি মজিদ (৫৪), পিতা: চান মিয়া, সাং: হলুদ বিহার গ্রাম, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ-এর বসতবাড়ির সামনে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে আসামি মজিদের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, আগামী দিনগুলিতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
