বুধবার, জানুয়ারি ২৮

দৌলতপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আলামিন (৩৩)-কে ইয়াবাসহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে ইয়াবাসহ ওই নেতাকে গ্রেফতার করা হয়। মো: আলআমিন দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের তালুক নগর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, যৌথ অভিযানের দৌলতপুর থানাধীন চকমিরপুর কালিবাড়ি মোড় তাপস স্টোর নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালীন আলামিনকে সার্চ করলে তার পকেট থেকে দুইটি ইয়াবা পাওয়া যায় তার বাজার মূল্য আনুমানিক ৬০০ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা ৩৬ একটি মামলা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো: কমর উদ্দিন বলেন, আসামিকে আদালত এ তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *