শুক্রবার, অক্টোবর ১০

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই

|| নিজস্ব প্রতিনিধি ||

১৬ বছর পর আবারও দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে:

কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ

আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)

বাংলা

ইংরেজি

গণিত ও বিজ্ঞান

এর মধ্যে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র হবে সম্মিলিত। প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বর করে, অর্থাৎ সর্বমোট নম্বর থাকবে ৫০০।

তবে, সংশ্লিষ্ট মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। বোর্ড জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও ডিসেম্বরেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর ইবতেদায়ি ও প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হতে যাওয়া এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্দিষ্ট হারে বৃত্তি পাবেন এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *