হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের উদ্যোগে “Role of plant mentioned in the holy Quran for building human civilization” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।
সেমিনারে আলোচক ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল বারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আল কুরআনে উদ্ভিদ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হলো।