
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশজুড়ে শীতের আমেজ প্রকট হওয়ার পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে জনজীবনে শীতের অনুভূতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যার ফলে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে জানানো হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দেশের অনেক জায়গায় দিনের বেলাতেও সূর্যের তাপ অনুভূত হচ্ছে না, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দিচ্ছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা শীতের প্রকোপকে আরও ঘনীভূত করবে। বিশেষ করে নদী অববাহিকা ও গ্রামাঞ্চলে কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
