বুধবার, ডিসেম্বর ৩

দুর্গম পাহাড়ে পানীয় জলের চাহিদা পূরণে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি ৩ বিজিবি লোগাং জোন জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে অঙ্গীকারবদ্ধ রয়েছে।

প্রতিমাসে লোগাং বিজিবি জোনে মানবিক সহায়তা, দুঃস্থ মহিলাদের সেলাই মেশিনের জন্য আবেদন, পানীয় জলের সমস্যাসহ নানা অসহায়ত্বের জন্য আবেদন যাচাই বাচাইয়ান্তে জনকল্যাণমূলক উন্নয়নে সহযোগীতা চলমান আছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) দুপুরে দুর্গম অংজ পাড়ায় পানীয় জলের অভাব পূরণে নলকুপ স্থাপন, দুঃস্থ মহিলাদের স্বাবলম্বীর জন্য সেলাই মেশিন প্রদান, অসহায়দের ঘরের ছাউনির জন্য টিন ও নগত অর্থ প্রদান, দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার্থীদের খাতা ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।

এ সময় ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, পানীয় জলের চাহিদা পূরণ ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *