
|| নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা মহানবী (সা.)-এর শুভাগমনের মাস রবিউল আউয়ালে বিতরণকৃত এই লিফলেটে আটটি আহ্বান জানানো হয়েছে।

১. সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন।
২. ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করুন।
৩. পবিত্র কুরআন ও সুন্নাহকে আইনের মৌল উৎস ঘোষণা করুন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলুন।
৪. নামায, রোযা, হজ্জ, যাকাত যেমন ফরয ইবাদত, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করাও তেমনি ফরয ইবাদত।
৫. ইসরাইল কর্তৃক গাজা পূর্ণ দখলের ষড়যন্ত্র রুখে দিন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী গণআন্দোলন গড়ে তুলুন।
৬. শিক্ষার সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন করুন।
৭. ভারত, আমেরিকা ও ইসরাইলের আধিপত্যবাদ রুখে দিন।
৮. গণ-অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমে ইসলামী হুকুমাত তথা খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিন।