|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||
বাংলাদেশ বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এদেশের কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পদ্ধতিতে ইসলামী প্রভাব থাকবে এটাই স্বাভাবিক। এটাই দেশ-জাতির আকাঙ্ক্ষা। কিন্তু সদ্য বিদায়ী স্বৈরসরকার এবং কারিকুলাম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে, যা এ দেশের শিক্ষার্থীদেরকে পঙ্গুত্ববরণ করতে আর কোনো কিছুর প্রয়োজন নেই।
এ কারিকুলাম স্থগিত নয় শুধু প্রত্যাহার করে নেওয়া অত্যাবশ্যক। গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, এতে কারিকুলাম এবং সিলেবাস এর ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে।
এসব কারিকুলাম এবং সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে, যা আছে নামকে ওয়াস্তে ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে। যেটা দিয়ে কেন কোন পরীক্ষা হবে না?
দেশের শিক্ষিতদের মধ্যে নৈতিকতার অভাব এত তলানিতে পৌঁছেছে যে, এই সিলেবাস এবং কারিকুলাম বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মকে আর খুঁজে পাওয়া যাবে না।
তাই অতিসত্বর বিদায়ী সরকারের কারিকুলামকে শুধু স্থগিত নয় প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর পরিবর্তে ইসলামী বিশেষজ্ঞদের দিয়ে
এমন নতুন কারিকুলাম প্রস্তুতকরণ, যাতে এদেশের সংজ্ঞা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় সংস্কৃতির প্রভাব পড়ে।
লেখক: জ্যেষ্ঠ অধ্যাপক, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং সাবেক ডিন, থিওলজী অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।