রবিবার, জুলাই ২৭

তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব ড. ইয়াসিন আকতাই-এর সম্মানে গালা ডিনার আয়োজন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

তুরস্কের খ্যাতনামা রাজনৈতিক চিন্তাবিদ, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপদেষ্টা, তুরস্কের শাসকদল একে পার্টির ডেপুটি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রখ্যাত বুদ্ধিজীবী ড. ইয়াসিন আকতাই-এর সম্মানে এক গালা ডিনারের আয়োজন করে International Institute of Law and Diplomacy (IILD) ও Bangladesh 2.0 Initiative। রাজধানী ঢাকায় আয়োজিত উক্ত বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক, আইন ও কূটনীতিক নীতির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক স্কলার এবং মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর, সদর আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জাহিদুর রহমান।

ড. জাহিদুর রহমান এসময় IILD-এর চলমান গবেষণা, বিশেষত আন্তর্জাতিক নেতৃত্ব বিকাশে মুসলিম বিশ্বের প্রয়োজনীয় রূপান্তর এবং নীতিগত সংকট নিরসনের পথে গবেষণার ভূমিকাসহ বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ড. ইয়াসিন আকতাইকে এসব গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *