বৃহস্পতিবার, জানুয়ারি ২

তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের ডিনকে ইবির হাদীস বিভাগের কারিকুলাম উপহার

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি

তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম ডিমিরটাসকে ইবির আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষা কারিকুলাম উপহার দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির কার্যালয়ে এ শুভেচ্ছা উপহার দেয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া ও তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর উপলক্ষে আগত প্রফেসর ড. ইব্রাহিম ডিমিরটাসের হাতে এ উপহার তুলে দেন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আকতার হোসেন এবং বিভাগের সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. ময়নুল হক। এ সময় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড নাছির উদ্দীন মিঝিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। রবিবার (৫ মে) বিকাল সাড়ে ৩ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *