|| নিজস্ব প্রতিবেদক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী “ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫” শুরু হচ্ছে আজ সোমবার। ২০ ও ২১ জানুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় দুদিনব্যাপী টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়।
টুর্নামেন্টটি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রীদের অংশগ্রহণে ২ জন করে মোট ১২টি টিমে ভাগ করা হয়েছে। বিখ্যাত ইরানি নারী লেখক, কবি, পরিচালক, গবেষকদেরদের নামে ১২টি টিমের নামকরণ করা হয়েছে। বিভাগটির ১৪ থেকে ১৮তম ব্যাচের ছাত্রীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।