
|| অনলাইন ডেস্ক | আলোকিত দৈনিক ||
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শীতের এই সময়ে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। ফলে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও ভোরে ও রাতে শীতের আমেজ বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
