শুক্রবার, নভেম্বর ১৪

ডুমুরিয়ার মাগুরাঘোনায় স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তর মাগুরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্দয়ভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শিক্ষার্থীর পিতা উত্তম কুমার দাস বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের উত্তম কুমার দাসের মেয়ে ঐন্দৃলা দাস উর্মী, ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার ক্লাসের ফাঁকে ঐন্দৃলা ও তার কয়েকজন সহপাঠী স্কুলের মাঠে খেলাধুলা করছিল। বিষয়টি জানার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম মৌখিকভাবে শাসন না করে লাঠি দিয়ে শিক্ষার্থীকে মারধর করেন, ফলে ঐন্দৃলার হাতে ও পিঠে ফুলে যায় এবং পরে জ্বর আসে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঐদিন শিক্ষিকা মাঠে থাকা একাধিক শিক্ষার্থীকেও একইভাবে মারধর করেন। পূর্বে শিক্ষিকার এ ধরনের আচরণের বিষয়ে জানার পর উত্তম দাস তাকে অনুরোধ করেছিলেন যাতে শারীরিক শাস্তি না দিয়ে অন্যভাবে শাসন করা হয়। কিন্তু শিক্ষিকা সে অনুরোধ উপেক্ষা করেন। পরবর্তীতে ঘটনাটি জানতে চাইলে তিনি উত্তম দাসকে বলেন, “আপনার মেয়েকে তো আমি খুন করে ফেলিনি। আপনার সমস্যা হলে এমন স্কুলে পড়ান যেখানে কেউ তাকে মারবে না।”

এ বিষয়ে শিক্ষিকা মঞ্জুয়ারা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *