সোমবার, অক্টোবর ২৭

ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ তথ্যটি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানাধীন দেবনগর গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও নরসিংদী পৌর শহরের পূর্ব দত্তপাড়া এলাকার হারিছুল হকের ছেলে রেজাউল করিম (৪৫)। এসময় সাদেকুল ইসলামের কাছ থেকে তিনশত পিস এবং রেজাউলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি আবুল কায়েস জানান, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে অস্ত্র, মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৬ অক্টোবর) সোয়া ৪ টায় উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বারৈচা বাসষ্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সিএনজি অটোরিকশা ওয়ার্কসপের সামনে থেকে সাদেকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হন। তিনি আরও জানান, উপপরিদর্শক মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির অপর আরেকটি দল একই দিনে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাকী সুপার মার্কেটের সামনে থেকে রেজাউল নামে একব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। পৃথক দুইটি অভিযানে মোট সাড়ে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং এ বিষয়ে পৃথকভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *