শনিবার, অক্টোবর ১১

টসে জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

কদিন আগেই টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা, সেটিও আবার ধবলধোলাই করে। দারুণ এই জয়ের পর এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে সফরকারীরা যার প্রথমটি শুরু হচ্ছে আজ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মাদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক শান্ত।

চেন্নাইয়ের এই টেস্টে উইকেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে দুই দলের মাঠে নামার আগে টসও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল। টসে জিতেছেন টাইগারদের অধিনায়ক শান্ত। চেন্নাইয়ের আবহাওয়া আজ মেঘলা, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি জানিয়েছেন, আর্দ্রতা কাজে লাগাতে চায় তাঁর দল।

স্বাগতিকদের বিপক্ষে টাইগাররা খেলতে নামছে একাদশে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের সঙ্গে আরও থাকছেন নাহিদ রানা। এছাড়াও দলে আছেন দুই অলরাউন্ডার মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *