
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) উপজেলার হাজিরবাগের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী (৪০) শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ প্রতিবেশী রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কোপ দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী রফিকুল ইসলামকে সোনাকুড় দোয়ালী পাড়া নামক এক স্থানে তাকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।