
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||
২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সামনে মহান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারীদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় তিনি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা শহীদরা হলেন-শহীদ সিয়াম হোসেন, পিতা: মো. আব্দুল কুদ্দুস আলী,শহীদ শিহাব আহমেদ, পিতা: শফি মিয়া।
দোয়া ও মোনাজাত শেষে ইউএনও আফরিন জাহান বলেন, “তাঁদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতির ইতিহাসে এই সাহসী তরুণদের আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।