
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান সংলগ্ন এই সমাধিস্থলটি সবার প্রবেশের জন্য খুলে দেওয়া হয়।
এর আগে সংস্কার কাজের জন্য ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও এদিন বেলা বাড়ার সাথে সাথে উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।
সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর বিজয় স্মরণি মোড়সহ উদ্যানের প্রবেশপথগুলোতে ভিড় জমান হাজারো মানুষ। ব্যারিকেডের কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে না পেরে অনেককে সড়কেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা যায়।
এদিন সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সমাধিস্থলে উপস্থিত হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
বর্তমানে পুরো উদ্যান এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়।
