শুক্রবার, ডিসেম্বর ২৬

ছাত্রলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা জনাব মহরম আলীকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

জনাব মহরম আলী ৩০তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ২০২২ সালের জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর তার নেতৃত্বে পুলিশের হাতে মারধরের ঘটনা ঘটে।

সেই দিন শিল্পকলা একাডেমির তৃতীয় তলা থেকে ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। এর পরই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।

ঘটনার সময় সেখানে বরগুনা-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। সে সময় প্রকাশিত ভিডিও ও ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়।

ঘটনার পর পুলিশ সদর দপ্তর জনাব মহরম আলীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *