
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ২৮ কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষের প্রচারণা এখন তুঙ্গে। এর অংশ হিসেবে বুধবার (২৮ জানুয়ারি) বাদ আসর চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের নেতৃত্বে বনবিভাগের মোড় থেকে এক বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়।
মিছিলটি বনবিভাগের মোড় থেকে শুরু হয়ে রমনা ঘাট প্রদক্ষিণ করে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে রমনা বাঁধের মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, সিনি: যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সবুজ, সাজু মাস্টার, উপজেলা বিএনপির সদস্যবৃন্দ, ছাত্রদলের সভাপতি স্বাক্ষর, সদস্য সচিব সুমন, ছাত্রদল নেতা চমক, বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিল শেষে রমনা বাঁধের মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শুরুতে উপস্থিত নেতাকর্মীদের লাল গোলাপ শুভেচ্ছা জানান সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাহেব আলী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, প্রিন্সিপাল মসিউর রহমান বিলু, বিপ্লব, শাহজাহান মন্ডল, যুবদলের আহ্বায়ক ইউনুস, সদস্য সচিব জিয়া, যুবদলের সাবেক সভাপতি আমজাদ, থানা হাট ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ মালেক, ‘অন্তরে মম শহীদ জিয়া’র আহ্বায়ক আতিক, তাঁতী দলের সভাপতি সিরাজুল, সাবেক যুবনেতা মইনুল ইসলাম মানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম, প্রিয় সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ ৬ কি.মি পথ পদযাত্রা করে আমরা প্রমাণ করেছি এটি তারেক রহমানের ধানের শীষের এলাকা। তাই আমাদের সকলকে মিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীর কাছে ধানের শীষের প্রচার চালাতে হবে এবং ভোট চাইতে হবে।”
তিনি আরও ঘোষণা দেন, উপজেলার তিনটি ইউনিয়নে আসন্ন নির্বাচনী জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম ঘটানো হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
