রবিবার, ডিসেম্বর ২২

গাজীপুরের পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরেছে

গাজীপুরের বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কর্ম-চাঞ্চল্য ফিরেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় পুরোদমে চলছে উৎপাদন।

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানাগুলো খোলা থাকায় সকাল থেকে দলে দলে শ্রমিকরা আসছেন। কারখানা এলাকার নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

শিল্প মালিক, শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েক দিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাংচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। পরে বিজিএমইএ-এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখেন মালিকরা।

এরই ধারাবাহিকতায় সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। কারখানার নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

তবে নাওজোড় এলাকায় একটি কারখানায় বেশকিছু মানুষ লাঠিসোটা নিয়ে সমবেত হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।

গাজীপুর শিল্পাঞ্চল: ২-এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, গাজীপুরে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। সহিংসতা ও ভাংচুর ঠেকাতে কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *