অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হওয়ার খবর পাওয়া গেছে ৩৮২ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে তাদের চলমান লড়াই আরও অনেক মাস ধরে চলতে পারে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল।