বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের প্রাণহানি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হওয়ার খবর পাওয়া গেছে ৩৮২ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে তাদের চলমান লড়াই আরও অনেক মাস ধরে চলতে পারে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *