শুক্রবার, নভেম্বর ১৪

খুলনা বড় বাজার আড়ৎদার সমিতির জরুরি সভায় কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আব্দুর রব মাস্টার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রেজাউল হায়দার পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমানসহ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দ।

আলোচনায় অংশ নেন মো. আলী আহাম্মদ তালুকদার, শেখ আসাদুর রহমান, শেখ আবুল হাসান, দেলোয়ার হোসেন, মো. সুজন মিয়া, সাধন ঘোষ, মোহাম্মদ আবুল কালাম, মো. আকরাম হোসেন, মোহাম্মদ হাবিল শেখ, মো. কামরুল ইসলাম, মো. হাবিবুর রহমান, বিশ্বজিৎ পাল, শেখ জসিম, গোপাল ঘোষ, ওবায়দুল করিমসহ আরও অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নিজস্ব কার্যালয় নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *