
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র আইনজীবী পরিষদ ও জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, খুলনা শাখা।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টায় খুলনা আইনজীবী সমিতি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী লস্কর শাহ আলম। মানববন্ধনে বক্তৃতা করেন স্বতন্ত্র আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী বেগম আক্তার জাহান রুকু, সাধারণ সম্পাদক প্রার্থী নিশিত কান্তি ঘোষ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবুল খয়ের, সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাকিরুল ইসলাম জাকির, এবং আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট খুলনা জেলা আইনজীবী সমিতিতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় যার মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর। পরবর্তীতে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে সেই কমিটির মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের পরিবর্তে অ্যাডহক কমিটি তফসিল ঘোষণা করে পরে তা স্থগিত করে দেয়।
তারা বলেন, “স্বতন্ত্র আইনজীবী পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয়ের চেষ্টা করলেও নির্বাচন কমিশন তা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে গত রবিবার দুপুরে ৯৪ জনের স্বাক্ষরিত আবেদনের ভিত্তিতে অ্যাডহক কমিটি এক সাধারণ সভা ডেকে বিনা আলোচনায় আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়, যা অন্যায় ও অগণতান্ত্রিক।”
মানববন্ধনে বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বিকাল ৩টার মধ্যে নির্বাচন স্থগিতাদেশ বাতিল করে নতুন তারিখ ঘোষণা না হলে তারা “পাল্টা আহ্বায়ক কমিটি” গঠন করবেন এবং প্রয়োজন হলে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোনিরুল ইসলাম পান্না, আবু ইউসুফ মোল্লা, আওছাফুর রহমান, মাফতুন আহমেদ, আব্দুল মান্নান, সরদার আব্দুল জলিল, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম লিটন, সরদার লিয়াকত, খান মহিতুর রহমান কচি, জি এম মহেব্বুর রহমান, শহীদুল ইসলাম, নাজমুল হক আকুঞ্জী, লুৎফর রহমান, হুসাইন কবির, এ এম মমিনুজ্জামান টুলু, সাবিত্রি চক্রবর্তী, এস এম মাসুদুর রহমান, হাফিজুর রহমান শান্ত, মো. মহাসীন প্রমুখ।
বক্তারা আরও জানান, নির্বাচনের দাবিতে আজ (বুধবার) গণস্বাক্ষর কর্মসূচি এবং আগামীকাল (বৃহস্পতিবার) প্রতিবাদ সভা আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত রোববার দুপুর ২টায় অনুষ্ঠিত সাধারণ সভায় খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩১ মার্চ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেয় অ্যাডহক কমিটি।
