রবিবার, আগস্ট ২৪

খুলনার রূপসা শাখার কৃষি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা লুট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার রূপসা শাখার কৃষি ব্যাংক থেকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ দিন। ওই দিন বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিলেন না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কোলাপসিবল তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে রূপসা থানাকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা রাখা ছিল। এর মধ্যে ১৬ লাখ টাকা লুট করা হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময়ে এই ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং বিশ্লেষণ করছি। যে-ই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে ব্যাংকে গত রাতে কোনো প্রহরী ছিল না। দুর্বৃত্তরা এ সুযোগ বুঝে এই লুটপাট ঘটিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *