
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম দিলীপ কুমার সরদার (৪৫)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দিলীপ কুমার সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের কাছে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে একটি মামলা রুজু করা হয়েছে।