শুক্রবার, নভেম্বর ১৪

খুলনার ফুলতলা স্টেশনে ৩০ বছর পর দুই ট্রেন থামবে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দীর্ঘ তিন দশক পর খুলনার ফুলতলা রেলস্টেশনে আবার থামবে দুইটি ট্রেন। এই ট্রেনগুলো হলো বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস এবং সৈয়দপুরগামী রকেট এক্সপ্রেস।

স্টেশন মাস্টার জয়ব্রত সাহা জানান, বেতনা এক্সপ্রেস আপ ট্রেন সকাল ৬:৩০ এবং ডাউন ট্রেন সন্ধ্যা ৬:৪৯ মিনিটে স্টেশনে থামবে। সৈয়দপুরগামী রকেট এক্সপ্রেস আপ ট্রেন সকাল ৯:৫৫ এবং ডাউন ট্রেন রাত ২:৩০ মিনিটে পৌঁছাবে।

ফুলতলা, অভয়নগর ও ডুমুরিয়ার বহু যাত্রী এই খবরের পর খুশি। তবে তারা আরও আশা করছেন, ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসও স্টেশনে থামবে।

অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস বলেন, “ফুলতলা স্টেশন বহু বছরের ইতিহাসবাহী। আগে নিকটবর্তী স্টেশন দিয়ে যাতায়াত করতে হতো, এখন এখান থেকে যাত্রা করলে সময় ও খরচ দুটোই বাঁচবে।”

যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক মোঃ ইকতিয়ার শেখ জানান, “দীর্ঘদিনের দাবি বাস্তবে পরিণত হতে চলেছে। তবে কিছু চাহিদা এখনও পূরণ হয়নি।”

কমিটির সদস্য সচিব অধ্যাপক নাসির উদ্দিন বলেন, “অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আমরা এই দুটি ট্রেনের থামার ব্যবস্থা করেছি। আশা করছি, ভবিষ্যতে আরও ট্রেন থামবে।”

স্টেশন মাস্টার জয়ব্রত সাহা বলেন, “স্টেশনে জনবল ও নিরাপত্তার কিছু সমস্যা রয়েছে। কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। দ্রুত সমাধান আশা করছি।”

ফুলতলা স্টেশনে এই দুই ট্রেনের আগমনে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘ তিন দশক পর স্টেশনের ব্যস্ততা ও সজীবতা ফেরাতে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *