
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা নগরীর ২নং কাষ্টমঘাট এলাকায় ঘরের ভেতর ঢুকে যুবককে গুলি করার ঘটনায় এজাহারভুক্ত আসামি মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ফাতেমা স্কুলের পেছনে আব্দুল জলিল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ মামলায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছিল। খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, “গত শনিবার রাতে গুলিবিদ্ধ সোহেলের মা রানু বেগম ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর আসামিদের ধরতে বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করা হয়। সোর্সের তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মনিরকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, মনির (পিতা: হাবিবুর রহমান হাবি) ১নং কাষ্টমঘাট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি এ মামলার গুরুত্বপূর্ণ আসামি।
এদিকে সন্দেহভাজন আসামি সৈয়দ মো. নবাবকে রবিবার আটক করা হলেও জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ সোহেলের বিরুদ্ধে মাদক মামলা ছিল। ওই মামলায় তার এক বছরের সাজা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র কাছ থেকে মাদক চালান নিয়ে টাকার হিসাব নিয়ে গোলমাল করেন। এর জের ধরে ৩ আগস্ট সোহেলকে একই এলাকার একটি সেলুনের সামনে গুলি করা হয়। এরপর গত শুক্রবার দুপুরে ঘরে পরিবারের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় গ্রেনেড বাবুর সহযোগী কাউয়া মিরাজসহ আরও কয়েকজন তাকে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায়।
বর্তমানে সোহেল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
