শুক্রবার, নভেম্বর ১৪

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণে গোলটেবিল আলোচনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জলবায়ুজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হলরুমে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। তিনি বলেন, “বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষের মাইগ্রেশন রোধে পরিকল্পিত নগরায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।”

বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।

অনুষ্ঠানে কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ড. সুমন কুমার মালাকার।

সভায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল করিম, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ৯, ২১, ২২ ও ৩১ নম্বর ওয়ার্ড এবং সাতক্ষীরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কারিতাস জার্মানি ও বিএমজেড এর সহায়তায় “দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পটি চলমান রয়েছে, যা ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *