
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার মহানগরীতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রেজিস্ট্রি অফিসের সামনের সড়কে অনিক নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। হামলার পর ঘটনাস্থল থেকে পলাতক তিন যুবক। আহত অনিক নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাসের ছেলে।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় অনিক কেসিসি মার্কেটের পাশে দাঁড়িয়ে ছিলেন।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসে। তারা অনিককে মোটরসাইকেলে বসতে বলে। অনিক অস্বীকার করলে শুরু হয় তাদের মধ্যে ধস্তাধস্তি।
একপর্যায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার পায়ে লাগে এবং অপরটি উরুতে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পিস্তল, গুলি ও ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার নিরাপত্তা পরিস্থিতি শঙ্কাজনক হয়ে উঠছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।