বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনায় নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে বাবাকে নির্মমভাবে খুন করেছে ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন খান (৪৫)। তিনি পেশায় মাছ ফেরিওয়ালা ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আবু বকর লিমন (১৭) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। সম্প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লিমন বৃহস্পতিবার রাতে প্রথমে শ্বাসরোধ করে বাবাকে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে দেন।

ঘটনার পরপরই লিমন ও তার স্ত্রী চাঁদনী পালিয়ে যায়। চার দিন আগে লিমন তার এক বন্ধুর স্ত্রী চাঁদনীকে নিয়ে পালিয়ে বিয়ে করে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, সেদিন রাতে লিটন খানের স্ত্রী অন্যত্র থাকায় তিনি বাড়িতে একা ছিলেন। সুযোগ কাজে লাগিয়ে ছেলে লিমন ও তার স্ত্রী হত্যাকাণ্ড সংঘটিত করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত লিমন ও তার স্ত্রী চাঁদনীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *