
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়া বাসা থেকে কবিতা সানা (২৩) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
নিহত কবিতা সানা খুলনা বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামের পলাশ সানা ও জয়ন্তী সানার মেয়ে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করেছে, তবে এতে কী লেখা ছিল তা এখনো জানা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
নিহতের কাকাতো ভাই উত্তম কুমার সানা জানান, কবিতা সানার বরিশাল মেডিকেল কলেজের ছাত্র কল্লোল নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সবাই বিষয়টি জানতেন এবং কল্লোল তাদের বাড়িতেও যাতায়াত করতেন। তবে গত ২-৩ বছর ধরে সম্পর্কটি ভেঙে যাওয়ার পর কবিতা মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।
খবর পেয়ে নিহতের সহপাঠী ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। কবিতা সানার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
