
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ বলেছেন, একটি সুস্থ শিশু জাতির সবচেয়ে বড় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম করে গড়ে তুলতে সরকার মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম বাস্তবায়ন করছে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শেরে বাংলা রোডে অবস্থিত নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত ইপিআই কোয়ার্টার রিভিউ সভায় (তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেসিসি প্রশাসক। দাতা সংস্থা ইউনিসেফের সহযোগিতায় খুলনা মহানগর এলাকায় ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহফুজা খানম। এছাড়া সভায় বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী চিফ মো. জোবায়ের হোসেন, ইউনিসেফ খুলনার বিভাগীয় প্রধান মো. কাওসার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কোল্ড চেইন প্রকৌশলী মো. মেসবাহুল হক, কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট তাপস কুমার হালদার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার নাজমুল আহসান সজিব।
সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম। এ সময় সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
সভায় ইপিআই কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
