
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর সাড়ে ১টার দিকে সাতরাস্তার মোড়ের গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের ওই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার আদায় করে। পাশাপাশি আরও ৫ লাখ টাকা দাবি করে।
ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেয়। পরে নিরুপায় হয়ে তিনি মুক্তিপণের টাকা দেওয়ার সম্মতি জানালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ৭ অক্টোবর খুলনা সদর থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো— রমজান আকন (২৮), পিতা হাবিবুর রহমান আকন, বি কে রায় রোড, সোনাডাঙ্গা মডেল থানা, ফেরদাউস (৩০), পিতা শেখ ওমর আলী, পশ্চিম বানিয়াখামার, সোনাডাঙ্গা মডেল থানা, মনিরুজ্জামান (২৪), পিতা আমিরুল ইসলাম, কৃষ্ণনগর চরাই, লবণচরা থানা।