
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক একটি যৌথ সাক্ষাৎকারে তাদের সুদূরপ্রসারী খরচ কমানোর অভিযানকে রক্ষা করেছেন, যেখানে দু’জনই পরস্পরকে প্রশংসায় ভাসিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মাস্ককে তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) এর নেতৃত্ব দিতে বলেছেন, কারণ তিনি চেয়েছিলেন “সত্যিই একজন বুদ্ধিমান” ব্যক্তি তার সাথে কাজ করুক।
ট্রাম্প ফক্স নিউজের হোস্ট শন হ্যানিটিকে বলেছেন, “আমি তাকে সম্মান করি; আমি সবসময় তাকে সম্মান করেছি। আমি কখনো জানতাম না যে তিনি কিছু বিষয়ে সঠিক ছিলেন, এবং আমি সাধারণত এই জিনিসগুলোতে বেশ ভালো। তিনি স্টারলিংক করেছেন, তিনি এমন জিনিস করেছেন যা এতটাই উন্নত যে কেউ জানতই না সেগুলো আসলে কী।” ট্রাম্প এখানে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবার কথা উল্লেখ করছেন।
ট্রাম্প বলেছেন যে, মাস্ক এবং তার “১০০ জন প্রতিভাবান” নিশ্চিত করছেন যে তার নির্বাহী আদেশগুলো বাস্তবায়িত হচ্ছে, যাতে অতীতের প্রশাসনগুলোর মতো আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে না হয়।
ট্রাম্প বলেন, “তার কিছু অত্যন্ত মেধাবী তরুণ কাজ করছে, যারা তার চেয়েও খারাপ পোশাক পরে। তারা শুধু টি-শার্ট পরে; আপনি বুঝতেই পারবেন না যে তাদের আইকিউ ১৮০।” তিনি মাস্ককে একজন “নেতা” হিসেবে প্রশংসা করেন যিনি “কাজটি সম্পন্ন করেন”।
মাস্কও পাল্টা প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্পকে।
মাস্ক বলেন, “আমি প্রেসিডেন্টকে ভালোবাসি। আমি এটা নিয়ে স্পষ্ট থাকতে চাই। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প একজন ভালো মানুষ।”
মঙ্গলবারের সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, ডোজ সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার বা মেডিকেড সুবিধায় কাটছাঁট না করেই “শত শত বিলিয়ন” ডলার সাশ্রয় করতে সক্ষম হবে, যদিও এই প্রোগ্রামগুলো সরকারি ব্যয়ের প্রায় অর্ধেক।
তিনি বলেন, “এটা শক্তিশালী করা হবে – কিন্তু স্পর্শ করা হবে না। মেডিকেয়ার, মেডিকেড – এর কোনোটাই স্পর্শ করা হবে না।”
সূত্র: আল জাজিরা