
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে কৃষকের পাশে দাঁড়িয়ে ধানখেতে চারা রোপণ করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকার মাঠে এ দৃশ্য দেখা যায়।
এ সময় স্থানীয় কৃষক নুর নবী কাদামাটিতে পা ডুবিয়ে ধানের চারা রোপণে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাঁর পাশে এসে দাঁড়ান বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি জুতা খুলে কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান রোপণ শুরু করেন। রাজনীতির ব্যস্ততা ছেড়ে কয়েক মিনিটের জন্য তিনি হয়ে ওঠেন একজন সাধারণ কৃষক।
ধানখেতে কাজ করতে করতে কৃষক নুর নবী বলেন, “জীবনে অনেক নির্বাচন দেখেছি, কিন্তু কোনো এমপি প্রার্থীকে ধানখেতে নেমে চারা রোপণ করতে দেখিনি। নেতারা যদি এভাবে আমাদের পাশে থাকেন, তাহলে চাষাবাদ আরও সহজ হবে।”
ধান রোপণ শেষে আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, “মাঠে না নামলে কৃষকের কষ্ট বোঝা যায় না। এই অঞ্চলের কৃষক যেন ফসলের ন্যায্যমূল্য পান, সেচ, সার ও বাজার ব্যবস্থাপনায় কোনো ভোগান্তিতে না পড়েন—এটাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, বেলকুচি ও চৌহালী এলাকার মানুষের বহুদিনের দাবি একটি সেতু। নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের প্রয়োজন ও কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয়দের মতে, একজন এমপি প্রার্থীর এভাবে মাঠে নেমে কৃষকের সঙ্গে কাজ করা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে।
