
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড CO–PO অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও Outcome Based Education (OBE) পদ্ধতির কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষককদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে অর্জিত জ্ঞান বিভাগসমূহে প্রয়োগের মাধ্যমে কোর্স প্রোফাইল প্রস্তুতি ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন আরও স্বচ্ছ ও নির্ভুল করা সম্ভব হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষায় আরও উচ্চ অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা কোর্স প্রোফাইল তৈরির ধাপ, কোর্স আউটকাম (CO) নির্ধারণ এবং CO–PO অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ বিভাগে কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান। ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন এবং OBE ভিত্তিক কারিকুলাম, মূল্যায়ন পদ্ধতি ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেন।
