
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত কুড়িগ্রাম জেলা। বিশেষ করে কুড়িগ্রাম-০১ আসনের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা। এলাকার সাধারণ মানুষের অভিমত, এ আসনে এখনো এমন কোনো বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি, যারা সংসদে গিয়ে জনগণের দাবি-দাওয়া ও সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করতে সক্ষম। ফলে উন্নয়ন ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে আছে এ এলাকা।
এ অবস্থায় পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে স্থানীয় জনমনে। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও প্রয়োজন ইতিবাচক পরিবর্তনের—এমন বিশ্বাস থেকে সাধারণ মানুষ এখন যোগ্য, শিক্ষিত ও সমাজসচেতন নেতৃত্ব দেখতে চায়।
এ প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে মো. মাহফুজুল ইসলাম (কিরন) নামটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মাহফুজ কিরন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি তাঁর পরিবার দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলায় শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
পরিবারের উদ্যোগে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয়েছে লাইব্রেরি ও স্কুলভিত্তিক বুক কর্নার, যার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার প্রচেষ্টা চলছে। এছাড়া ‘মাকসুদা-আজিজ বৃত্তি’ নামে একটি উদ্যোগের মাধ্যমে প্রতিবছর অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
তরুণদের দক্ষতা উন্নয়নে তিনি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম, সামাজিক সংগঠন পরিচালনা এবং দুস্থ-অসহায় মানুষের নিয়মিত সহায়তা প্রদান করে আসছেন।
সম্প্রতি ভুরুঙ্গামারীতে অনুষ্ঠিত “মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি সম্মেলন–২০২৫” এ তাঁর সক্রিয় ভূমিকা তরুণ সমাজে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। সময় সচেতনতার মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নমূলক পরিবর্তনের আহ্বান জানানো এই আন্দোলন ইতোমধ্যেই উপজেলা ছাড়িয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মাহফুজ কিরন বর্তমানে এ আন্দোলনের অতিরিক্ত মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এমন শিক্ষিত, দায়িত্বশীল ও উন্নয়নমনস্ক নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তাঁরা মনে করছেন, কুড়িগ্রাম-০১ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে মাহফুজুল ইসলাম (কিরন) উপযুক্ত ব্যক্তি হতে পারেন।
এ বিষয়ে এলাকার একাধিক নাগরিক বলেন,
“আমরা এমন নেতা চাই, যিনি চাটুকারিতার রাজনীতি করেন না; বরং জনগণের পাশে থেকে বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করেন। কিরন ভাই সেই যোগ্যতার অধিকারী।”
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তবুও আসনটি নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে এখন সবচেয়ে আলোচিত নাম—সাবেক ব্যাংকার, শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক মো. মাহফুজুল ইসলাম (কিরন)।
