
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাতদিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমণ্ডল এলাকার শ্রীশ্রী রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাতদিনব্যাপী রাসযাত্রা উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভাগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা সভাপতি সুনীল চন্দ্র রায়, প্রভাষক শংকর কুমার সেনসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন গোরকমণ্ডল ওয়ার্ডের ইউপি সদস্য ও অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক শ্যামল চন্দ্র মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃ উপজেলা মহানামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায়, সহকারী শিক্ষক হৃষিকেশ চন্দ্র ভোলা, অতুল চন্দ্র রায়, সহসভাপতি বসন্ত কুমার বর্মন (সাধু), সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ কর্ণধর সরকার, সহ-কোষাধ্যক্ষ বাবলু বিশ্বাস ও বঙ্ক বিশ্বাসসহ আরও অনেকে।
আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ভজনসঙ্গীত অনুষ্ঠিত হয়।
উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, সাতদিনব্যাপী এ উৎসবে ভাগবত আলোচনা, ভজন-কীর্তন, মহানামযজ্ঞ ও লীলা কীর্তনের আয়োজন থাকবে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, রাসযাত্রা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি গোরকমণ্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, “উৎসবের প্রথম দিনই আমরা প্রাঙ্গণ পরিদর্শন করেছি। আশা করছি অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাসযাত্রা সম্পন্ন হবে।”
