শুক্রবার, ডিসেম্বর ৫

কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল, কুরআন খতম ও সদকা আদায়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শহরের সর্দার পাড়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পারিবারিক বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আশপাশের মাদরাসা–এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

সকালে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পরে সদকা হিসেবে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাংস বিতরণ করা হয়। কর্মসূচিতে রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভি, আরিফুর রহমান তুষারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী বলেন, “বহু বাধা-বিপত্তি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া সব সময় দেশের মানুষের কল্যাণে নিবেদিত থেকেছেন। তাঁর অসুস্থতায় শুধু দল নয়, দেশ-বিদেশের অসংখ্য মানুষ উদ্বেগ প্রকাশ করছেন।” তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *