
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মোঘলবাসার নালিয়ার দোলায় পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে দুই ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট উৎপাদনের উদ্দেশ্যে মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এস এস বি ব্রিকসকে ২০ হাজার টাকা এবং মেসার্স এম জে এইচ ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা করে তা ঘটনাস্থলেই আদায় করা হয়।
অভিযান চলাকালে মেসার্স জি এ ব্রিকস–১ ও জি এ ব্রিকস–২-এর বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় প্রশাসন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু। অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
